কসবায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলা গভর্ন্যাস প্রজেক্ট আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মশালা গতকাল (৫ অক্টোবর) মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে অনষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; গভর্ন্যাস প্রজেক্ট’র চট্রগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন:  উপ-পরিচালক হাবিবুর রহমান ও কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। কর্মশালায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।
কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে পরিচালক দীপক চক্রবর্তী বলেন, বাংলাদেশের এমডিজিতে ভালো করেছে এবং সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বর্তমানে এসডিজিতে ই সকলের সার্বিক কর্মতৎপরতায় ভালো করতে হবে। ২০৩০ সালের মধ্যে ১৭টি বিষয়ে আমরা লক্ষমাত্রায়  পৌছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করবো এটাই আমাদের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published.