খালেদা জিয়া আদালতে না আসলে আদালতের পরিবেশ ভালো থাকে

টিআইএন॥ ঢাকার ৯নং বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া না আসলেই ভালো। তিনি আদালতে আসলে আইজীবীরা বেশি হট্টগোল করেন। এতে বিচারকাজে সমস্যা সৃষ্টি হয়।’ রোববার এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলো। খালেদা জিয়ার আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নাইকো দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক আদালতে একটি মামলা হয়েছে, বর্তমানে তা বিচারাধীন। একই ঘটনায় বাংলাদেশে একটি মামলা হয়েছে। একই ঘটনায় দুই মামলা চলতে পারে না। তাই উচ্চ আদালতে রিট করেছি। তা শুনানির জন্য রয়েছে। শুনানিতে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মদ তালুকদার বলেন, মামলাটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের প্রয়োজন। আর শুনানিতে বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
এ সময় বিচারক বলেন, আপনারা বেগম খালেদা জিয়ার পক্ষে ২০৫ (আইনজীবীর মাধ্যমে হাজিরা) ধারায় একটি দরখাস্ত দিয়ে শুনানি করবেন। আর শুনানির সময় দুজন আইনজীবী থাকবেন। বেশি থাকলে তা আপনারা নিয়ন্ত্রণ করবেন। আদালতে হট্টগোল করলে বিচার করতে সমস্যা হয়। শুনানি শেষে বিচারক বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৭ অক্টোবর দিন নির্ধারণ করেন।

Leave a Reply

Your email address will not be published.