“২০১৭ সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১০০টি উন্নতমানের আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে- মেয়র

গোলাম আজিজ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন “সবার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ঢাকা মহানগরীর বাহাদুরশাহ পার্কে আরও ১টি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন করেন মাননীয় মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন রাজধানী ঢাকায় ২০১৭ সালের পর ব্যবহার অযোগ্য কোন পাবলিক টয়লেট থাকবে না।এ সময়ের মধ্যে ১০০টি পাবলিক টয়লেট জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ইতোমধ্যে ৪৭টি পাবলিক টয়লেটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এছাড়াও ১৭টির সংস্কার কাজ চলছে। ঢাকা মহানগরী’র গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বসাধারণের জন্য পাবলিক টয়লেট ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াটারএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের সহায়তায় এটি নির্মিত হয়েছে। তিনি আরো বলেন “মহানগরবাসীকে আমরা পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা উপহার দিতে চাই। বিশেষভাব পথচারী এবং নারীদের এসব টয়লেট খুবই উপকারে লাগবে, কারণ ট্রাফিক জ্যামের কারণে রাস্তায় থাকতে হয়। “
আধুনিক ও দৃষ্টিনন্দন এসব টয়লেটে পয়ঃনিষ্কাশনে নারী এবং পুরুষের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি লকার, হ্যান্ড-ওয়াশিং, শাওয়ার এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে। এছাড়াও এগুলোতে দিন-রাত ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এবং সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী এবং মহিলা কেয়ারটেকার থাকছে।

Leave a Reply

Your email address will not be published.