কসবায় ৫৯তম জোটা ও ২০ তম জোটি অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য্য,  কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “ডিস্কভার আওয়ার ওয়ার্ল্ড” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কউটস, কসবা উপজেলার জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপে ৫৯তম জোটা ও ২০তম জোটি গত ১৫-১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।  গত রোববার সমাপনী অনুষ্ঠানে প্রধান তিথি ছিলেন ওডিপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আজিজুল ইসলাম বচ্চু। জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মো. অলিউল্লাহ সরকার অতুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক ভজন শংকর আচার্য্য, মো. রুবেল আহমেদ ও শিক্ষক মো. সাইদুর রাহমান খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; ফজলে রাব্বী, স্কাউট ফয়সাল আহমেদ নিলয়, আকরাম ভূইয়া প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘স্কাউটিং ছেলে-মেয়েদেরকে সৎ ও সত্যবাদী হতে শেখায়। স্কাউটিং করলে কেউ মাদকাশক্ত হয়না, সন্ত্রাস ও জঙ্গী হয়না। তারা দেশের সেবা করে, মানুষের সেবা করে।’ পরে তিনি জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপকে ড্রামসেট উপহার প্রদান করার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published.