উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে কসবায় ৩টি বাল্য বিবাহ বন্ধ

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার (২০অক্টোবর) কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর হস্তক্ষেপে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় ৩টি বাল্য বিবাহ বন্ধ করে দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের মো.শাহজাহানের নবম শ্রেনীতে পড়ুয়া কন্যা রুমী আক্তার এবং কুটি ইউনিয়নের দক্ষিনখার গ্রামের অষ্টম শ্রেনীতে পড়–য়া মুক্তা বেগম ও একই ইউনিয়নের কালামুড়িয়া গ্রামের বাছির মিয়ার অষ্টম শ্রেনীতে পড়–য়া কন্যা শান্তার বিবাহ অনুষ্ঠান গতকাল হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার  হাসিনা ইসলাম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহযোগীতায় বাল্যবিবাহ ৩টি বন্ধ করে দেয়া হয়।
এদিকে ইভটিজিং, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.