জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ

নয়ন॥ সদ্য শেষ হওয়া সম্মেলনের ফসল এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের যাত্রা শুরুলগ্নে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্দ হলেন গত ২৫ অক্টোবর। যার জন্য আজ এই উন্নতির শিখরে, যার শিক্ষায় আজ জাতি উদ্বেলিত, যার জীবনের দৃষ্টান্তে রাজনীতি আজ বিকশিত, যার অবদানের কোন মুল্যায়নই যথেষ্ট নয় সেই মহান নেতা বাঙ্গালীর অহংকার এবং মাথা উঁচু করে দাড়াবার গর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জুলিওকুড়ি খেতাব প্রাপ্ত বাংলার অবিসংবাধিত নেতা আমাদের প্রীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধীস্থলে উপস্থিত নেতৃবৃন্দের কৃতজ্ঞতা এবং আদর্শের দীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার শুভ লক্ষণই প্রতিয়মান হলো আজ।
নেতা নেত্রীদের কবরে শ্রদ্ধা জানানো একটি প্রথা বা মনের খোরাক হয়ে দীর্ঘদিন যাবত প্রচলিত। কিন্তু এর অর্ন্তনীহিত তাৎপর্য হলো নেতার অবদান এবং আদর্শের প্রতি নিজেকে সমর্পণ করা এবং সেই অবদান এবং আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গিকার এবং প্রত্যয় ব্যক্ত করা। নেতাকে ও তার কর্মকান্ডকে সামনে রেখে এগিয়ে যাওয়া। আমরা আশা করব নতুন নেতৃত্ব এই মহান মহানুভব নির্লোভ মানষটির আদর্শের সঙ্গে বেঈমানী না করে বরং হ্রদয়ে আদর্শ ধারণ করে এগিয়ে যাবেন। আমাদের সর্বাঙ্গীন সহযোগীতা অব্যাহত থাকবে সেইসকল নেতৃত্বের প্রতি যারা মহান নেতার মহান ব্রতকে সামনে নিয়ে এগুবে।

Leave a Reply

Your email address will not be published.