হে বঙ্গসাগর

হে বঙ্গসাগর
এডঃ মোঃ হারুনুর রশিদ খান

হে বঙ্গ প্রাণ,তুমি বিশ্বে উন্নত মান,
তুমি রূপসী, তুমি প্রেমময়ী, তুমি বিচিত্র রূপের আধার,
তুমি অপরূপা,তুমি অফুরন্ত সম্পদের।
যৌবনের তাড়নায় উত্তাল তরঙ্গে,তোমায় বহে অপরূপের খেলা।
তোমার বুকে ঢেউ ষোড়ষীর কানে ভাসে,
এই বুঝি মিলনে মিলনে হবে অভিসার।
তোমায় বহুজন বহুভাবে করিয়া ব্যবহার হয়েছে ধন্য, হয়েছে কৃতার্থবান।
তুমি সুখ-দুঃখের সাক্ষী চিরকাল, তবু মুখ খোলনি একবার,
তোমার তীরে বিশ্ব বন্দর বহে,বঙ্গবাসীর আয়ের দ্বারা খোলে।
তোমার বুকে ও কোলে বহু প্রাণ জন্মে ও রুহে,
কত পাখী কত কিছু মাছ মাছালী খেয়ে নিয়ে যায় বহু দূরে,
তোমার ঝড়ো হাওয়া ছুড়ে ফেলে রোগ জীবাণু রাশি,
প্রকৃতিতে বহে নির্মল হাসি।
জানা-অজানা কত মল,কত বজ্য,ফেলে করি কদাচার।
তুমি মহান, তুমি মহৎ,তুমি উদার,পরের হিতে সদায় বহমান,
মোরা যেন তোমার অবদান স্মরণে হই সতর্কবান।
মোরা ধন্য,মোরা গর্বিত, পেয়েছি তোমার রতœ ভান্ডার।
তুমিই স্রষ্টার অপার দান

Leave a Reply

Your email address will not be published.