কসবায় বাল্য বিবাহ ও যৌন হয়রানীকে লাল কার্ড দেখালো আদর্শ স্কুলের ছাত্র/ছাত্রীরা

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ স্থানীয় সরকার বিভাগ’র উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট আয়োজিত বাল্য বিবাহ ও যৌন হয়রানীকে লাল কার্ড বিষয়ক কর্মশালা গতকাল (২৪ শে) অক্টোবর সকালে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে স্কুলের ছাত্র/ছাত্রী, অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্কুলের সহকারী শিক্ষক মোছা:শারমীন সুলতানা ও মো.মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উক্ত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীন শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন : উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহমেদ,কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের জেলা ফেসিলেটর মো.আব্দুল্লাহ আল মুজাহিদ খান, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম বলেন; সরকারের ভিশন লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে বাল্য বিবাহ ও যৌন হয়রানীর বিরুদ্ধে সারা কসবায় আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষক ও অভিভাবকদেরকে দায়িত্বশীল ভ’মিকা পালন করার আহ্বান জানান। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিলো; ছাত্র/ছাত্রীদের উপস্থাপনায় সংগীতানুষ্ঠান, নাটিকা ও নৃত্যনুষ্ঠান। সবশেষে লাল কার্ড উঁচিয়ে ছাত্র/ছাত্রীরা বাল্য বিবাহ ও যৌন হয়রানীকে না বলে শপথ বাক্য পাঠ করে। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.