ট্রেড লাইসেন্স রিনিউ বিরম্ভনা

টিআইএন॥ ট্রেড লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ অঙ্গ; যা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রতি বছরই নতুন করে নির্ধারিত ফি পরিশোধের মাধ্য কার্যকরী করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান সেই অঙ্গকে সততার ভিত্তিতে কার্যকর রাখার লক্ষ্যেই নবায়ন করে এবং করতে গিয়ে বিভিন্ন প্রকার বিরম্ভনার শিকার হতে হয়। এই বিরম্ভনার শুরু বিগত সরকার (খালেদার দুর্নীতিগ্রস্থ) থেকে। যা আজও ঠিকভাবে আমার নিজের সরকারের আমলেও দুর করতে পারলাম না। দুঃখের বিষয় এরই মধ্যে সরকারের নিষেধাজ্ঞা আরো ঝামেলাই ফেলেছে আমাদের মত ক্ষুদ্র আইটি ব্যবসায়ীদের। গত কয়েকটি বছর রিনিউ করেছি কিন্তু এবার আর রিনিউ হচ্ছে না আমার নিজের সরকারের সুন্দর পরিকল্পনার ফলে। যাই হোক আমরাতো ব্যবসা করতে হবে এবং স্বচ্ছ ভাবে সরকারের পাওনা এবং নিয়মগুলো মানতে হবে। তবে এই মুহুর্তে বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠান সরানোর মত অবস্থান আমাদের নেই। যদি তাই করতে হয় তাহলে ১০০ কর্মীর রুটি রোজগারের রাস্তা বন্ধ করে দিতে হবে। এমনিতেই কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বাধা আর এই কর্মসংস্থান সুষ্টিকারী প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে শুধু ট্রেড লাইসেন্দ নবায়ন নিয়মের বেড়াজালে তা হতে দেয়া যায় না। বরং সরকারের বিভিন্ন পরিকল্পনার সঙ্গে বিকল্প ভাবনা বা ব্যবস্থা রাখাও জরুরী। আমাদের সফটওয়ার ব্যবসা আসালে সামাজিক ব্যথি নয় বরং সামাজিক অগ্রগতির মহৌশধ। বাংলাদেশে বর্তমান প্রতিযোগীতামূলক বাজারে আইটি ব্যবসা নিয়ে টিকে থাকাই বিরাট ঝুকির সেখানে বাণিজ্যিক এবং আবাসিক ঝামেলা আরেকটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি আগামী দিনে সরকার এই আইটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সদয় দৃষ্টি দিয়ে ব্যবসায়ের অন্তরায়গুলো দুর করে বাংলাদেশের ভীতকে মজবুত করতে একযোগে কাজ করে যাবে।
আমি দৃঢ়ভাবে বলতে চাই সরকারের আন্তরিকতার কোন অভাব নইে এবং যেখানে সমস্যা সেখানেই সরকার প্রধান এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা তাৎক্ষণিক সমাধান করে দেন। কিন্তু বিভিন্ন দপ্তর সেই দৃষ্টিভঙ্গিতে কাজ না করে বরং হয়রানি করে যাচ্ছে। আইন এবং অধ্যাদেশ ও আনুষাঙ্গিক বিষয়গুলো সামনে এনে সমাধানের বদলে যামেলার বিস্তৃতি ঘটানো হচ্ছে যার আশু সমাধান আশা করছি নির্ধারিত বিভাগের কাছে। নতুবা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মরণাপন্ন হতে বাধ্য হবো। আশা করি আমাদের সফটওয়ার শিল্প বা ইনফরমেশন টেকনোলজির বিষয়ে সজাগ দৃষ্টিদিয়ে স্বচ্ছভাবে কর পরিশোধ এবং সকল কাগজ পত্র নবায়নের সুযোগ করে দিবেন। সকলের সমন্বয়েই আগামীর উজ্জল ভবিষ্যৎ নিহীত।

Leave a Reply

Your email address will not be published.