” বঙ্গবন্ধু “

এডঃ মোঃ হারুনুর রশিদ খান
সাবেক সচিব, বার এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া

মোদের প্রাণের ছবি শেখ মুজিব তোমায় অভিবাদন,
তুমি ছিলে বাঙ্গালি জাতির এক লড়াকু মহা নায়ক,
তুমি নও শুধু বাঙ্গালির, তুমি অসহায় হৃদয়ে মূর্ত প্রতীক,
তুমি ছিলে নির্যাতিত, বঞ্চিত মানুষের প্রেরনার উৎস,
তুমি ছিলে মানবতার,তুমি ছিলে নিঃস্বের।
নয় শুধু লেখাপড়া, তুমি ছিলে নিবেদিত প্রাণ,
নিজের সম্পদ করেছ পরের হিতে দান,
তোমার ছিল না ক্ষমতার মায়া,ছিল আশা বাঙ্গালির সুখের পায়া।
জাতির অধিকার আদায়ে ছিল তোমার পুত অঙ্গীকার,
মাতৃভাষার দাবীতেও তুমি ছিলে অনড়,তুমি ছিলে অটল,
তুমিই লৌহমানব হে-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি সুখ শান্তির করনি আশ,
জাতির স্বাধিকার আদায়-ই তোমার ছিল মূল প্রয়াস।
তুমিই বিশ্ব নেতা,তুমিই অবিসংবাদিত নেতা।
তুমি খোঁজনি বিত্ত-বিলাস,তুমি মহান,তুমি কীর্তিমান।
সতত সংগ্রাম, সতত ভালবাসা অটুট অবিচল সিদ্ধান্ত,
জাতির স্বার্থে করেছিলে ঘোষনা ছয় দফা ১৯৬৬-তে,
ভালবাসায় সিক্ত করে,বাঙ্গালি জাতি,
১৯৬৯’ এ পরিহিত করেছে তোমায় বঙ্গবন্ধু উপাদিতে,
হে-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমিই জাতির জনক,তুমিই কর্ণধার।
শিরে শিরে তুমি,ধমনীতে তুমি,
হৃদয়ে তুমি,রক্ত কনিকায় তুমি,
হে বাঙ্গালি জাতির জনক শেখ মুজিবুর রহমান।
এসে ছিলে ভবে এই বাংলার তরে
ধন্য মোরা,গর্বিত মোরা,তোমার আগমনে।
“এবারের সংগ্রাম, বাঙ্গালি জাতির মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।”
তাহাই ৭-ই মার্চের আহ্বান,তাহাই শ্রেষ্ঠ আহ্বান,
জানাই শ্রদ্ধা,জানাই সালাম,
হে যুগ স্রষ্টা কীর্তিমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.