আইনমন্ত্রীর এপিএসের নাম ভাঙ্গিয়ে চাকুরি দেবে বলে দু’লাখ টাকা গ্রহণের অভিযোগ

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাওসার জীবনের নাম ভাঙ্গিয়ে চাকুরি দেবে বলে চাকুরি প্রার্থী হুমায়ুন কবির নামক এক ব্যক্তি থেকে দুই লাখ টাকা আত্মসাৎ করেছেন মেহারী ইউনিয়নের সিমরাইল গ্রামের আবুল খায়ের মুন্সী। হুমায়ুন কবিরের বাড়ি কুমিল্লা সদও উপজেলা বঘমারা গ্রামে। এ ব্যাপারে কসবা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন এপিএস’র ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় কসবা থানায় সাধারণ ডাইরী করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আবুল খায়ের মুন্সীর মুঠো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, অভিযোগ পেয়ে উপ-পরিদর্শক মনির হোসেনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। জানা যায় দীর্ঘ দিন অতিবাহিত হলেও হতভাগ্য যুবক হুমায়ুন কবির চাকুরি পাননি।

Leave a Reply

Your email address will not be published.