চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫০ বছর পর মুক্তিযুদ্ধ ভাস্কর্য হচ্ছে

চট্টগ্রাম প্রতিনিধি॥ প্রতিষ্ঠার ৫০ বছর পর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় অপারেজয় বাংলার আদলে এ ভাস্কর্য নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। মঙ্গলবার সকালে নগরীর ওয়ার্ড ট্রেড সেন্টারে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠার ৫০ বছর মাথায় হলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্মাণ করা হবে। এ জন্য ইতোমধ্যে স্পনসরডও পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অপারেজয় বাংলার আদলে এ ভাস্কর্য নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.