নবান্নের উৎসবে রাঙ্গা হলো শেরপুর হাতি আলগা গ্রাম

শেরপুর প্রতিনিধি॥ বাংলার কৃষ্টি চিরায়ত রুপ লাবন্যের মধ্যে একটি উদযাপন নবান্ন উৎসব। শেরপুরের নিভৃত পল্লী হাতি আগলা গ্রামে ১৪২৩ সালের নবান্ন উপলক্ষে শেরপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত নবান্ন উৎসব । ইউ এন ও সদরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা প্রশাসক । বিশেষ অতিথি ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং জনপ্রতিনিধিগণ । নুতনের সমন্বয়ে পুরাতনের অভিজ্ঞতা এবং উৎসব বিনিময়ই আমাদের আগামী প্রজন্মকে পরিচিত করবে আমাদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতির ধারাকে। সারাদেশে সম্মিলিত প্রয়াসেই এই নবান্নের উৎসব জাতিয়ভাবে পালিত হউক আগামীর শুভ দিগন্তের নব জোয়ারে জাগরিত বাংলার নতুন প্রজন্মের জন্য।

Leave a Reply

Your email address will not be published.