কসবায় চোখে টর্চ মারার কারণ জানতে চাওয়ায় এক প্রবাসীকে মেরে ফেলার চেষ্টা ব্যর্থ হলো মহিলাদের চিৎকারে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবার মন্দভাগ গ্রামে এল.জি.ই.ডি. সড়কে রাত ১০টায় চোখে টর্চ মারার কারণ জানতে চাওয়ায় রহমত মিয়া (৪৫) নামক এক প্রবাসী ব্যক্তিকে একই গ্রামের মোছন মিয়া, ছলিম মিয়া ও আবদুস সাত্তার সড়ক থেকে ধরে বাড়ির ভেতরে নিয়ে বেদম প্রহার করে। পাশের বাড়ির মহিলাদের চিৎকারে গ্রামবাসী এসে মুমূর্ষ অবস্থায় রহমতকে উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রড ও টর্চের আঘাতে তার মুখের ৩টি দাঁত পড়ে যায় এবং কান, নাক ও প্রশ্রাবের সাথে রক্ত ক্ষরণ হলে ডাক্তার তাকে কসবা থেকে কুমিল্লা সদর হাসপাতালে রেফার করে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, রহমতের একটি আই ফোন ও প্যান্টের পকেটে থাকা ১লাখ টাকা ছিনিয়ে নেয়। গ্রামের ইমান মিয়া, ওয়াসিম মিয়া, হেলান মিয়া, সোহেল মিয়াসহ প্রায় শতাধিক মানুষ জানায় প্রবাসী রহমতকে বাড়ির ভেতরে নিয়ে মহিলারাও মারধোর করে। তারা আরো জানায় রহমতকে উলঙ্গ অবস্থায় মোছন মিয়ার বাড়ির উঠুন থেকে উদ্ধার করে। ওই সময় তার নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। খোঁজ নিয়ে জানা যায়, মোছন মিয়া একজন কুখ্যাত সিঁদেল চোর, নারী লিপ্সু ও ইভটিজার। বহুবার সামাজিক ভাবে তার বিচার হয়েছে। তাকে বহুবার শাস্তি ও জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে কসবা থানায় রহমতের মা আবেদা বেগম একটি মামলা দায়ের করেন। কসবা থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কসবা থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান অপরাধীদের যে কোন মূল্যে গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published.