নির্বাচন কমিশন নিয়ে ব্যারিষ্টার নাজমুল হুদার পাল্টা প্রস্তাব

টিআইএন॥ খালেদা জিয়ার প্রস্তাব দেশের মানুষ মেনে নেবে না। তাই বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচনের দাবি জানাই। দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো দুর্বলতা নেই। এ বিষয়ে কারও সঙ্গে আলোচনার প্রয়োজন আছে বলেও মনে করি না। এজন্যই বিএনপির ১৩ দফা প্রস্তাব প্রত্যাখান করছি।
নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিএনএর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা ৭ দফা প্রস্তাব দিয়ে বিএনপির সাবেক এই নেতা দাবি করেছেন, তার প্রস্তাব মেনে নিয়ে নির্বাচন হলে ফের শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হবেন। ৭ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে: ভোটার তালিকা হালনাগাদ করা, ভোটার পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তন করা, নির্বাচনী ব্যয় কমানো, সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন কমিশন শক্তিশালী করা, রাজনৈতিক দল নিবন্ধন ও নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা এবং ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া।

Leave a Reply

Your email address will not be published.