প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের প্লাটফর্ম দেবে ফেনক্স-শামিম আহসান

রাইসলাম॥ মূল প্রবন্ধ উপস্থাপনকালে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুয়িটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এর চেয়ারম্যান এবং বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান বলেন, বাংলাদেশ ২০৩০ সালে বিশ্বের ২৩ তম বৃহত্তর অর্থনীতির দেশ হবে। আইএমএফ’র জরিপ মতে প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বর্ধনশীল অর্থনীতির দেশ। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে আমাদের তথ্যপ্রযুক্তি সমৃদ্ধি একটি নতুন পরিচিতি তৈরি হয়েছে। বিশ্বর কাছে ডিজিটাল বাংলাদেশ এখন উদাহরণ হয়ে উঠেছে। আউটসোর্সিংয়ে বাংলাদেশ যে অন্যতম গন্তব্য সেটি বিভিন্ন সংস্থার জরিপে উঠে আসছে। ই-কমার্সেও বাংলাদেশের অগ্রগতি ঈষর্ণীয়। প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ ইন্টারনেটের আওতায় এসেছে। বিশ্বের বড় বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
ইজেনারেশন লি. এবং বাগডুম ডট কম এর চেয়ারম্যান শামীম আহসান আরও বলেন, ফেনক্সের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। ব্রাদার, নিক্কেই, ইনফোকম, ইনোটেকের মত কোম্পানিগুলো ফেনক্স এর মাধ্যমে সারা বিশ্বে ৮৫ টির বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে। সিলিকন ভ্যালির প্রবাসীরাও ফেনক্স এর মাধ্যমে বিনিয়োগ করছে। বিল গেটসের মত প্রভাবশালী ধনকুবেরও বাংলাদেশে বিনিয়োগ করছে। অথচ প্রবাসীরা বাংলাদেশের সেরা ই-কমার্স ও তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগের কোনো সুযোগ পাচ্ছে না। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল প্রবাসীদের বিনিয়োগের সেই প্লাটফর্ম ই দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.