ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে তুলনা করতেন হিমালয়ের সঙ্গে

বাআ॥ বাংলাদেশ কিউবার বিপ্লবী নেতা পরলোকগত ফিদেল ক্যাস্ট্রোকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ক্যাস্ট্রো বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করে তাঁর ঐতিহাসিক মন্তব্যের জন্য স্মরণীয় হয়ে আছেন।
১৯৭৩ সালে ক্যাস্ট্রো বলেন, ‘আমি হিমালয় দেখিনি। তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয় তুল্য। আমি তাঁর মধ্যে হিমালয় দেখার অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছি।’ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ১৯৭৩ সালে জোট নিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) বঙ্গবন্ধুর সঙ্গে আলিঙ্গনকালে ফিদেল ক্যাস্ট্রো এই ঐতিহাসিক মন্তব্য করেন। কিউবার এই কিংবদন্তীর নেতা শুক্রবার দিনের শেষে রাজধানী হাভানায় মারা যান। তার ভাই প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো জাতীয় টেলিভিশনে এ ঘোষণা দেন।
জাতীয় টেলিভিশনে প্রেসিডেন্ট বলেন, কিউবান বিপ্লবের প্রধান কমান্ডার আজ সন্ধ্যা ২২:২৯ মিনিটে (স্থানীয় সময়) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি  রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

Leave a Reply

Your email address will not be published.