বাংলাদেশের গ্যাস খাতের উন্নয়নে ১৬ কোটি ৭০ লাখ ডলার দিবে এডিবি

বাআ।। বাংলাদেশের গ্যাস খাতের উন্নয়নে ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এছাড়া এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক-এআইআইবি ৬ কোটি ডলার দিতে যাচ্ছে। এডিবি এবং এআইআইবির যৌথ অর্থায়নে বাংলাদেশে এটি দ্বিতীয় প্রকল্প। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিতে এবং দারিদ্র্যের হার কমিয়ে আনতে সোমবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এডিবির সদর দপ্তরে ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋণ সহায়তার অনুমোদন দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এআইআইবির ৬ কোটি ডলারও শিগগিরই অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে। প্রতি ডলার ৮০ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ এক হাজার ৮১৬ কোটি টাকা।
এই অর্থে প্রধানত বাংলাদেশের বৃহত্তর গ্যাসক্ষেত্র তিতাস গ্যাস ফিল্ডে গ্যাসের চাপ বাড়াতে সাতটি বিশেষ কম্প্রেসার বসানো হবে। এছাড়া চট্টগ্রাম থেকে বাখরাবাদ পর্যন্ত নতুন ১৮১ কিলোমিটার পাইপলাইন বসানো হবে। তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্র নিয়ে এই প্রকল্পে মোট ৪৫ কোটি ৩০ লাখ ডলার ব্যয়ের বাকিটা সরকারের কোষাগার থেকে যোগান দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.