মোবাইল ব্যাংকিং দৈনিক লেনদেন হচ্ছে ৬৯০ কোটি টাকা

বাআ॥ দিন দিনই বাড়ছে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক ও লেনদেনের পরিমাণ। সহজে টাকা পাঠানোর সুযোগের কারণে এমনটা হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ে গত অক্টোবর মাসে মোট ২০ হাজার ৬৯২ কোটি ৪৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আর দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে গড়ে ৬৮৯ কোটি ৭৫ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সুবিধাবঞ্চিতদের ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১০ সালে মোবাইল ব্যাংকিং চালুর অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এ সেবা দিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংক প্রথম এ সেবা চালু করলেও এখন সবচেয়ে এগিয়ে আছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ। এখন পর্যন্ত ২৯টি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের অনুমতি নিলেও চালু করেছে ১৮টি ব্যাংক। এসব ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা থাকলেও মোট লেনদেনের ৫৫ দশমিক ১১ শতাংশ হয় বিকাশের মাধ্যমে। আর ডাচ্-বাংলার ৩৮ দশমিক ২৬ শতাংশ এবং অন্যান্য ব্যাংকের সর্বমোট ছয় দশমিক ৬৩ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.