উদ্যোক্তাদের উদ্যোগকে সাফল্যের মুখ দেখাতে পারে ভেঞ্চার ক্যাপিটাল

শামীম আহসান॥ মূলত আইডিয়া স্টেজ, গ্রোথ স্টেজ ও এক্সপানসন স্টেজে এসব বিনিয়োগ হয়ে থাকে। ব্যাংক এবং লিজিং কোম্পানির সাথে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ভিন্নতা তুলে ধরে বলা হয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ঋণ দেয় না, বরং কোনো প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ঝুঁকি নেয়। প্রয়োজনীয় পুঁজির জোগান দিয়ে কোম্পানির একটি নির্দিষ্ট পরিমাণ মালিকানা নেয়।
কিছু কিছু ক্ষেত্রে কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করে কোম্পানিকে লোকসানের বদলে লাভের পথে নিয়ে যাওয়ার সবরকম চেষ্টাই করে। কারণ কোম্পানির ক্ষতি বা লাভ হলে উভয়ক্ষেত্রেই অংশীদার হবে উক্ত ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি।
ফলে স্টার্টআপ কোম্পানির জন্য বিনিয়োগের সর্বোত্তম উৎস হলো ভেঞ্চার ক্যাপিটাল, পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের জন্য গেইম চেঞ্জার ভেঞ্চার। ভেঞ্চার ক্যাপিটাল সম্পর্কে আরো থাকছে পরের পর্বে।

Leave a Reply

Your email address will not be published.