“আলাদা বিমান কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি”

তাজুল ইসলাম নয়ন॥ হাঙ্গেরীতে অনুষ্ঠীত পানি সম্মেলন থেকে ফিরে এসে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী এ উক্তিটি করেন। “নতুন এয়ার ক্রাফট কেনার আমার কোনো প্রয়োজন নাই। আমরা দেশের জন্য নতুন (উড়োজাহাজ) কিনেছি। এখন ব্যক্তি… রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য আলাদা এয়ারক্রাফট কেনা, এটা… বিলাসিতা করবার মতো সময় আমাদের আসেনি, আমি যেটা মনে করি।
“কারণ গরীবের ঘোড়া রোগ না হওয়াই ভালো। ঘোড়াকে খাওয়াতে, লালন-পালন করতে যথেষ্ট খরচ লাগে। এটার প্রয়োজন নাই, আমি চাইও না। যে প্লেনে আমার দেশে সাধারণ মানুষ চলাচল করবে, সেখানে যদি আমার নিরাপদবোধ না থাকে, তাহলে আমার আলাদা প্লেন নিয়ে কি লাভ। আমি মানুষের সাথে চলি।” মাননীয় প্রধানমন্ত্রীর এই সাংবাদিক সম্মেলনের হাস্যোজ্জল বর্ণনাতীত সরলতা ও উদারতা এবং দেশ দরদী মনোভাব এমনকি সেবার দৃষ্টান্ত নতুন প্রজন্মের নেতার জন্য একটি আগামীর উত্তম শীক্ষা। এই শিক্ষাকেই আমাদের নতুন প্রজন্ম কাজে লাগাতে হবে। আমরা ঐদিনের সাংবাদিক সম্মেলন বিভিন্ন মাধ্যমে শুনে শুধু এই একটি কথাই বলতে চাই নিঃস্বার্থ ও নির্লোভ এই মানুষটিকে আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন বাংলাদেশের এবং এদেশের জনগণের ভার্গোন্নয়নের জন্য।

Leave a Reply

Your email address will not be published.