এপটিকা ফ্লাগ এখন বাংলাদেশে

টিআইএন॥ তাইপে থেকে এপটিকা এওয়ার্ড ফ্লাগ নিয়ে বাংলাদেশ ফিরে এসেছেন আমাদের বেসিস প্রতিনিধি দল। মোস্তফা জাব্বারের নেতৃত্বে এই এওয়ার্ড গ্রহনের জন্য তারা তাইপে গিয়েছিলেন এবং এখন এই অর্জন নিয়ে দেশে ফিরে এসেছেন। এখন বাংলাদেশ আগামী ১৭ সালের এপটিকা এওয়ার্ড এর আয়োজক হিসেবে আয়োজন করবেন। আগামী ডিসেম্বরে ১৮টি দেশের এপ্যাক  ৭৫০এর ও বেশী আই সি টি অতিথি আসবে সম্মেলনকে সফল করতে। ইহা সত্যিই কঠোর পরিশ্রম এবং সফল নেতৃত্বের ফল। যখন থেকে এই ফ্লাগ আমরা বহন করছি তখন থেকেই দায়িত্ব আরো বেড়ে গেছে আমাদের প্রত্যেকের। বেসিস এর বিগত বোর্ড এবং বর্তমান বোর্ড এর সফল কাজ পরিলক্ষিত হয় আগামীর আগাম পথ চলায়। বেসিস এবং আইসিটি ডিভিশন এর সকল কর্মকর্তা এবং সহকর্মীদের সাধুবাদ জানাই কঠোর পরিশ্রম এবং দেশের গৌরব বৃদ্ধি করার জন্য। বিশেষ করে প্রতিমন্ত্রী- জুনায়েদ আহমেদ পলক, প্রেসিডেন্ট বেসিস- মোস্তফা জব্বার; শামিম আহসান, আবদুল্লাহ এইচ কাফি, এম রাশিদুল হাছান, মোস্তাফিজুর রহমান সোহেল, উত্তম কুমার পৌল, সামিরা জুবেরি হিমিকা, আশরাফ আবির, সামি আহমেদ এবং বেসিস সচিবালয়ের সকল সহকর্মীবৃদ্ধের যারা আগামী ২০১৭ কে সফল করার প্রয়াসে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.