মহান বিজয় দিবস ও তাঁর প্রজ্ঞাপন

তাজুল ইসলাম।।  আসছে ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধপর্বের অবিস্মরণীয় একটি দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের দিন। বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের অভ্যুদয়ের ৪৫ বছর পূর্তি আজ। পাকিস্তানি শাসকদের শোষণ, নিপীড়ন আর দুঃশাসনের কুহেলিকা ভেদ করে ১৯৭১ সালের এই দিনটিতে বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকমিক করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান ঘটেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়ের ।
পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করবো মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।  ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক বাহিনীর জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি তার প্রায় ৯১,৬৩৪ সেনা সদস্য সহ বাংলাদেশ ও ভারত সমন্বয়ে যৌথবাহিনীর কাছে তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর ফলে পৃথিবীর মানচিত্র লাল সবুজের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা তুলে দাঁড়ায়। বাঙালির কাছে হার মানা হানাদার পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণ দলিলের ভাষ্যরূপ ছিল এমন । ১৯৭২ সনের ২২ শে জানুয়ারি তে এক প্রজ্ঞাপনে এ দিনটি কে বিজয় দিবস হিসেবে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.