কসবা প্রেসক্লাব সভাপতিকে হুমকি

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার মো.শহীদুল্লাহ’র ১৩ ডিসেম্বরের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে কসবা প্রেসক্লাবের সভাপতি মো.সোলেমান খানকে হুমকি দেন। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ০১৯২৪-১১৬৬০৬ নম্বর থেকে ফোনে বলেন, “আপনি কি সাংবাদিক সোলেমান খান বলছেন? কমান্ডার শহীদুল্লাহর সংবাদ সম্মেলন পত্রিকায় প্রকাশ হলে আপনাকে চরম মূল্য দিতে হবে। যা আপনি কখনো রিকভার করতে পারনে না।” পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি ফোন কেটে দেন। বার বার ফোন করলেও ওই অজ্ঞাতনামা ব্যক্তি আর ফোন করেননি। পরে গত বুধবার রাতে প্রেসক্লাব সভাপতি এ ব্যাপারে কসবা থানায় সাধারন ডাইরী করেন। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন; ফোন নম্বরটি ট্র্যাস করে ওই ব্যক্তিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক আবুল খায়ের স্বপন এক বিবৃতি বলেন; অভিলম্বে ওই হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে তাহলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে। না হয় সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published.