জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নয়ন॥ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধু জানানোর পর সুযোগ আসে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের। তারপর সুযোগ আসে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও তার দলের প্রতি। তারপর কুটনৈতিকসহ অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গের। সবশেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আর তখন ডল নামে এবং শ্রদ্ধা জানানো হয়।
মাননীয় প্রধনমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি আগারগাঁওয়ে নির্মীত কুচকাওয়াচ গ্রাউন্ডে সশ¯্র সালাম ও অভিবাদন গ্রহন করেন এবং সবেশেষে তিনি গণভবনে এবং রাষ্ট্রপতি বঙ্গবভনে শুভেচ্ছা বিনিময় এমনকি দাপ্তরিক কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published.