মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব

তাজুল ইসলাম॥ ”মার্কিন কংগ্রেস সদস্য পল এন. ম্যাকক্লস্কি এবং হেনরি হেলস্টস্কি ৯ ডিসেম্বর প্রকাশিত দু’টি ভিন্ন ভিন্ন অনুবন্ধে মার্কিন উপনিবেশ-বিরোধী ঐতিহ্য মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পূর্ণ কুটনৈতিক স্বীকৃতি দানের জন্য মার্কিন সরকারের প্রতি জোড় দাবি জানিয়েছেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী, কংগ্রেস সদস্য ম্যাকক্লস্কি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “বাঙালীদের উপর পশ্চিম পাকিস্তানী সেনাবাহিনীর অত্যাচারের পরিপ্রেক্ষিতে এটাই প্রতীয়মান হয় যে, পশ্চিম ও পূর্ব পাকিস্তানের পুনর্মিলনী কোনদিন সম্ভব নয়।”
কংগ্রেস সদস্য হেলস্টস্কি, যিনি ৯ ডিসেম্বর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে অনুবন্ধটি উপস্থাপনা করেছিলেন, তিনি বাংলাদেশ সম্পর্কে মার্কিন পলিসির সমালোচনা করে বলেন, “আওয়ামীলীগ ও পূর্ব বাংলার বেসামরিক জনগণের উপর জঘন্য নিপীড়নের দ্বারা পাকিস্তানী সরকার ওই অঞ্চলের জনগণের আনুগত্যের উপর তাদের সকল দাবি প্রত্যাখ্যান করেছে।”
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ৮ ডিসেম্বর এক বেতারবার্তায় বিশ্বের অন্যান্য জাতির প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি দানের ক্ষেত্রে ভারত এবং ভুটানকে অনুসরণ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।”
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ৬ষ্ঠ খন্ড ৭৪৪ নং পৃষ্ঠা অনুবাদঃ সৈকত জয়ধর  শিরোনামঃ কংগ্রেস সদস্যগণ কর্তৃক বাংলাদেশের স্বীকৃতি প্রস্তাব; সংবাদপত্রঃ বাংলাদেশ ভলিউম ১ নং ১৬  তারিখঃ ১৭ ডিসেম্বর, ১৯৭১।

Leave a Reply

Your email address will not be published.