হার্ট ফেইলিওর এর কারণ

ড. লুৎফর রহমান ॥ “হার্ট ফেইলিওর এর অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হল করনারি আর্টারি ডিজিজ বা হার্টের রক্তনালীতে ব্লক হওয়া। হার্টের রক্তনালীতে ব্লক হলে অবশ্যই সেই ব্লক অপসারণ করতে হবে। অহমরড়ঢ়ষধংঃু ংঃবহঃরহম অথবা পড়ৎড়হধৎু ধৎঃবৎু নুঢ়ধংং ংঁৎমবৎু-র মাধ্যমে হার্টের রক্তনালীর ব্লক এর চিকিৎসা করা যায়। জন্মগত হৃদ রোগ থেকে থাকলে তা যদি চিকিৎসা করা না হয় তবে সেটিও হার্ট ফেইলিওর এর কারণ হতে পারে। নানাবিধ কারণে অনেক সময় হার্ট স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় এর ফলে, হৃদ স্পন্দন স্বাভাবিক ভাবে হয়না যা এক পর্যায়ে, রোগীকে হার্ট ফেইলিওর এর দিকে নিয়ে যায়। এগুলো ছাড়াও ঠধষাব এর সমস্যা, হার্টের উধসধমবফ ধৎবধ, ঠরৎধষ রহভবপঃরড়হ হার্ট ফেইলিওর এর কারণ হতে পারে। কোন কারণে হার্ট দুর্বল থাকলে ঢ়ৎবমহধহঃ মহিলাদের হার্ট ফেইলিওর হতে পারে কেননা সেই সময় হৃদ যন্ত্রকে অনেক বেশি রক্ত সঞ্চালন করতে হয়। যদি কারো কোন কারণে হার্ট ফেইলিওর হয় তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিতে হবে কারণ এ অবস্থায় প্রথম কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে হার্টের পর্দা ফেটে যাওয়া সহ আরও জটিল সমস্যা হতে পারে।”

Leave a Reply

Your email address will not be published.