বিজয়ের একদিন আগে ভুট্টো-নিয়াজির উদ্ধত

আন্তর্জাতিক ডেক্স; বিবিসির সৌজন্যে॥ ১৫ই ডিসেম্বর ১৯৭১, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো যুদ্ধবিরতিরর দলিলে সাক্ষর না করে চুক্তিপত্র ছিঁড়ে ফেলেন। এমনকি বিবিসি উর্দুকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল নিয়াজিও বলেছিলেন সেরেন্ডার নয়, কিন্তু ঢাকার দৃশ্যপট ছিলো সম্পূর্ণ ভিন্ন ১৪ ডিসেম্বর সার্কিট হাউজে পাকিস্তানের হাই কমান্ডের এক বৈঠকে মিত্রবাহিনীর রকেট হামলায় চুপসে গিয়েছিলো পাকিস্তানি সৈন্যরা। মুক্তিযুদ্ধে আত্মসমর্পনের দিন পাক জেনারেল নিয়াজি টেবিলের নিচে লুকিয়ে পড়েছিল। ক্যামেরার সামনে নিয়াজি আর প্রকৃত নিয়াজির পার্থক্যটা তখন স্পট হয়ে উঠে। মিত্র বাহিনীর জেনারেল জেকুব এরর সামনে এক অস্বস্তিকর পরিস্থিতির অবতারণা করেন পাকিস্তানি এই জেনারেল।
এদিকে ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ এর আগেই মুক্তিবাহিনী ও সাধারণ জনতা রেডিও স্টেশন দখলে নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে বিজয় উল্লাসে মেতে উঠে।

Leave a Reply

Your email address will not be published.