” ওগো দয়াময় “

এডঃ মোঃ হারুনুর রশিদ খান

স্রষ্টা, তোমায় দেখেনি কভু,তুমি অতি মহান,তুমি যে অসীম দয়াময়।
ওগো দয়াময়, তুমি যে সর্বত্র বিরাজমান, ঘোষনা তোমার,
ওগো স্রষ্টা তোমার নেই জন্ম দাতা, তুমি নও কারো জন্ম দাতা
তুমি এক অদ্বিতীয়, নেই কোন শরীকদার,
তোমার একক কতৃত্বে সৃজিত বিশ্বমন্ডল ও পরকাল,
তুমিই সৃষ্টির সেরা বলে মানব ধরায় করেছ প্রেরণ।
মানব সেবায় আঠারো হাজার মাখলুকাত করেছ সৃজন,
তুমি ক্ষমতার আধার তুমি বিনে নেই কোন ক্ষমতার ভান্ডার।
তুমি নও কারো মুখাপেক্ষী, সব-ই যে মুখাপেক্ষী তোমার,
ভবেতে যত প্রাণ বাঁচা মরা,তোমার-ই হুকুম নামা,
আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য সবই তোমার হুকুমে রত।
ওহে স্রষ্টা ভাবিলে মননে অক্ষি খোলে অস্তিত্ব তোমার,
ওগো দয়াময় অসীম ক্ষমতা তোমার, ইহ-পরকালের নেই তোলনা যাঁর,
ওহে স্রষ্টা তোমার কাছে মোদের হেদায়েতের ভার,
ওগো দয়াময় তোমারই সৃজিত শয়তান সদা ব্রতে রহে বাধা,
তুমিই কিতাবে নবী-রাসুলদের পাঠিয়েছ মোদের হেদায়েতের তরে।
মোরা অবুঝ শয়তানের প্রলোভনে হারিয়ে যাই সৎপথের দেখা
তোমার ইচ্ছায় মোদের চলন তোমার ইচ্ছায় কার্যকরণ,নেই বিকল্প তার,
তোমার বিধি-নিষেধ পালনে ব্যর্থ হয়ে অপরাধ পাহাড় সম,
ওহে দয়াময় তুমি বিনে ক্ষমা চাওয়ার ও করার নেই কেহ আর
মোরা অজ্ঞ, মোরা মুর্খ, ধরায় করেছি অগণিত পাপ,
ওহে স্রষ্টা তোমার এজলাসে নেই যে জবাব তার
তুমি অতি মহান তুমি দয়াময়, তুমিই ক্ষমা আধার তুমি-ই রহমানুর রাহিম।
তোমার সমীপে প্রাণের প্রার্থনা, তোমার দয়ালু নামের খাতিরে করিও ক্ষমা।

Leave a Reply

Your email address will not be published.