গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ এবং এর অর্থনীতি

বাঞ্ছারামপুর প্রতিনিধি॥ বিভিন্ন সময় আমরা দেখতে পাই কোন জরিপ বা খনন কাজ বা কোন অনুসন্ধান নয় বরং নিজ ইচ্ছাতেই প্রকৃতির নিয়মে বের হয়ে আসছে গ্যাস। বিভিন্ন মাধ্যমে কোন সময় নদীতে, কোন সময় গভীর নলকুপ দিয়ে আবার কোন সময় সমান্য খোড়া গর্তে বা চাপকল / টিউবওয়েল এর মাধ্যমে। এমনি একটি জলন্ত ঘটনা ঘটছে বানছারামপুর দরিকান্দি মদ্দপাড়ায়। ঐ পাড়ায় টিউব ওয়েল থেকে অনবরত বের হচ্ছে প্রাকৃতিক এই মহা মূল্যবান গ্যাস যা এদেশের অর্থনীতির চালিকা শক্তিও বটে। একটি টিয়োবল থেকে উঠছে দাও দাও করে আগুন। এই আগুনই প্রমান করে দেয় বাংলাদেশ ভাসছে গ্যাসের উপর।
এই সকল দেখেই সরকারের বিভিন্ন সংস্থার লোকজন জড়ো হয়ে কাজ শুরু করে গ্যাস উত্তোলন কাজের। এই যেমন অর্থনীতি চাকা হচ্ছে মজবতু তেমনি রক্ষা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের যা অনেকাংশেই রক্ষা পাচ্ছে গ্যাস উত্তোলনের কাজে। লাগেনি কোন গভেষনা বা জরিপ এমনকি অনুসন্ধান কাজও। সব মিলিয়ে বাংলাদেশের উপর সৃষ্টিকর্তার অপার রহমত বর্ষিত হচ্ছে বিভিন্ন উপায়ে যা দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে আগামীর উন্নতির শিখরে যা উন্নত ও উচ্চ আয়ের দেশে পরিণত হতে সহায়ক।

Leave a Reply

Your email address will not be published.