মরণোত্তর সম্মাননা পেলেন মরহুম আবদুল আজিজ

প্রজ্ঞা মেহেরপুর কুষ্টিয়া॥ গত ২৪/১২/২০১৬ রোজ শনিবার, মরহুম আব্দুল আজিজ চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধার সংগঠক এবং মুক্তিযোদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মরণোত্তর সম্মমনা প্রদান করা হয়, সম্মাননাটি গ্রহণ করেন চেয়ারম্যান সাহেবের বড় মেয়ে সামসুন্নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর অর্থনীতির প্রফেসর ড. আবুল বারকাত স্যার। এই সম্মাননার মাধ্যমে এলাকাবাসী তথা দেশবাসীর পক্ষে ঋণ পরিশোধ নয় কৃতজ্ঞতাটুকু জানানো হয়েছে। বড় মজার ব্যাপার হলো এই বিশিষ্ট মুক্তিযোদ্ধাটিও অনেকের ন্যায় আজাও তার প্রাপ্য সম্মান সেই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটি পাননি। আমাদের গতাগতিক গভেষনা এবং অনুসন্ধানি শত শত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবার যারা আজোও কোন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি বা পাওয়ার চেষ্টা করে বিভিন্ন হয়রানির স্বীকার হয়েছে… তাদের জন্য সরকারের নিকট বিশেষ নিবেদন করি যেন সরকার নিজ উদ্যোগে ঐসকল খাঁটি দেশপ্রেমিক পরিবারগুলোকে শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধা তালিকায় স্থান দিয়ে জাতিকে দায়মুক্তি নেয়ার সুযোগ করে দিবেন। অনেক ভূয়া মুক্তিযোদ্ধ এবং শহীদ পরিবার রয়েছে কিন্তু প্রকৃত যারা বঙ্গবন্ধুর সেই চিঠি এবং অনুদান গ্রহন করেছিলেন তারা আজও অবহেলিত। আমরা অনুরোধ জানাচ্ছি সরকার সহযোগীতা করে ঐ সকল বীর সেনানীদের পরিবারকে এইরকমভাবে সম্মানীত করুক।

Leave a Reply

Your email address will not be published.