চিরায়ত বাংলার রুপ-২

ইসরাত জাহান লাকী॥ আমাদের আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপ ছিল আগে ঠিক এই রকম। গ্রামে বেড়াতে গেলে দেখা যেত উঠানে ধান শুকাচ্ছে, বিকেল বেলা পিঠার আয়োজন চাউলের ঘুরি করে যাচ্ছে বধুরা। জমি থেকে ধানের বোঝা নিয়ে কৃষক বাড়িতে আসছে। কি মনোরম দৃশ্য পাশাপাশি ফসল বোনার ও রুপার যে আনন্দ তা সত্যিই উপভোগের।
গ্রামের কৃষাণ কৃষানীর সেই প্রাণ চঞ্চল অবস্থা আজ প্রায় বিলুপ্তির পথে। এই আবহমান গ্রামীন চিত্র দেখা যায়নি বলেই আমরা এখন খুজে ফিরি স্থিরচিত্র। আমাদের গর্ব করার যে উপাদানগুলি ছিল তা আজ বিলুপ্তির পথে। মাঝে মাঝে কিছু কিছু গ্রামে সৌখিনতার বসে যারা এই আবহমান বাংলার চিরায়ত রূপ ধরে রাখছে তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি সরকারের নিকট বিনীত অনুরোধ জানাই এই নাড়ীর বন্ধন এবং বাংলার চিরায়ত সেই অনিন্দ সুন্দর রূপ ফিরে আসার লক্ষে যুগোপযোগী পদক্ষেপ এখনই আশু প্রয়োজন। বিলম্বের কোন সুযোগ নেই। সুচিন্তিত পরিকল্পনা এবং এর বাস্তবায়নই পারে সুন্দর করে ফিরে যেতে শান্তির ঝলমলে আনন্দঘন চিরায়ত বাংলার ৬ঋতুর ৬ ধরনের ফসলের সমারোহে।

Leave a Reply

Your email address will not be published.