ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগ কসবা উপজেলা শাখা বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গতকাল ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। সকাল ১১টায় কসবা টি আলী কলেজ থেকে প্রায় ২ হাজার মোটর সাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন কসবা পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েল। পরে মোটর সাইকেল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কসবা প্রেসক্লাব চত্বরে মিলিত হয়। সেখানে ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন; কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন; আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার যুগ্ন-আহ্বায়ক ও আইনমন্ত্রীর এপিএস এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, যুগ্ন-আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, যুগ্ন- আহ্বায়ক হাজী রুহুল আমিন ভূইয়া বকুল, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান।
পরে প্রধান অতিথি কেক কেটে ছাত্রলীগ নেতাদের মিষ্টিমুখ করান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন।