ব্র্যাক ব্যাংক দৌঁড় ২০১৭ তে আনিছুল হক

রা ইসলাম॥ একটি শিশু যখন জন্ম নেয়, তখন থেকেই তার দৌড় শুরু হয়। শিশুটি যখন একটু বড় হয় তখন তাকে প্রতিষ্ঠিত হতে লেখাপড়ার জন্য দৌড়াতে হয়। জীবনটাই একটা দৌড়। কেউ অফিস যাওয়ার তাড়ায় রিকশায় উঠতে দৌড় দিচ্ছেন, কেউ পড়াশোনা করতে দৌড়ে বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটছেন। গত কয়েকদিন যেমন আমাকে আগুন নেভাতে দৌড়াতে হয়েছে। আর গতকাল ‘ব্র্যাক ব্যাংক দৌড় ২০১৭: কল্যাণের পথচলা’য় অংশ নিলাম। প্রতিনিয়তই আমরা দৌড়াচ্ছি। এই দৌড় বেঁচে থাকার, এ দৌড় সচেতনতার ও সফলতার।

Leave a Reply

Your email address will not be published.