কসবায় পরিবার-পরিকল্পনা বিষয়ক এডভোকেসি সভা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত সোমবার  ১৬ জানুয়ারী কসবা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে উদ্যোগে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা সেবা জোরদারকরণ বিষয়ক এডভোকেসি সভা স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অরবিন্দ দত্ত এর সভাপতিত্বে এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম মোস্তফা, পরিবার পরিকল্পনা বিভাগের কুমিল্লা আঞ্চলিক সুপারভাইজার ডা. মো: ইলিয়াছ, সহকারী উপ-পরিচালক ব্রাহ্মণবাড়িয়া ডা. মুকবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রওশন আরা, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট মো: ইকবাল হোসেন ও বায়েক ইউপি চেয়ারম্যান মো: আল মামুন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফারুক আহমেদ।
এডভোকেসি সভায় স্বাস্থ্যকর্মী, মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.