দুই ভাগে বিভক্ত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

টিআইএন॥ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজকে দুই ভাগে বিভক্ত করেছে সরকার। এতে জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করার আদেশ জারি হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। এ দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেওয়া হবে। কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করার বিষয়টি আলোচিত হচ্ছিল।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থার মধ্যে থাকবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আর সেল সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং ব্যবস্থা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.