রাজধানীর জলাবদ্ধতা নিরসনের সভা

টিআইএন॥ রাজধানীর জলাবদ্ধতা নিরসন কল্পে এক সভা রোববার বিকেলে নগর ভবনে অনুষ্টিত হয়। সভায় মাননীয় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন “রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১১টি খাল দখলমুক্ত করতে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে অভিযান চালানো হবে”। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা জেলা প্রশাসন, ও ঢাকা ওয়াসা যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে।
মাননীয় মেয়র বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। অথচ নগরীর আশপাশের খালগুলো অবৈধ ভাবে দখল হয়ে আছে। এ কারণে শহরের বৃষ্টির পানি সরতে পারছে না। তাই প্রাথমিকভাবে নন্দীপাড়া ত্রিমোহিনী খাল উদ্ধার ও পরিষ্কার করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। বর্তমানে ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে খাল ও জলাশয় দখল চলছে। কেউ কেউ খালের ওপর নির্মাণ করছে বহুতল ভবন। অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে দেওয়া হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.