টিআইএন॥ রাজধানীর জলাবদ্ধতা নিরসন কল্পে এক সভা রোববার বিকেলে নগর ভবনে অনুষ্টিত হয়। সভায় মাননীয় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন “রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১১টি খাল দখলমুক্ত করতে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে অভিযান চালানো হবে”। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ঢাকা জেলা প্রশাসন, ও ঢাকা ওয়াসা যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে।
মাননীয় মেয়র বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। অথচ নগরীর আশপাশের খালগুলো অবৈধ ভাবে দখল হয়ে আছে। এ কারণে শহরের বৃষ্টির পানি সরতে পারছে না। তাই প্রাথমিকভাবে নন্দীপাড়া ত্রিমোহিনী খাল উদ্ধার ও পরিষ্কার করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। বর্তমানে ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে খাল ও জলাশয় দখল চলছে। কেউ কেউ খালের ওপর নির্মাণ করছে বহুতল ভবন। অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে দেওয়া হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।