আমার একমাত্র কন্যা যার বয়স ৪ বছর রানিং, নাম ফিউনা সোমনূর মোনালিসা; যে কিনা আমার প্রাণের চেয়েও প্রিয় এবং আমি যাকে আম্মা বা মা বলে ডাকি, সে গত রবিবার সন্ধায় বাণিজ্যমেলায় ক্ষণিকের জন্য হারিয়ে গিয়েছিল।॥… তখনকার অনুভুতি ভাষায় প্রকাশ করার মত নয়!
তবে বিশেষ আশির্বাদের সহায়তা আমার জন্য ছিল মহান আল্লাহ তায়ালার নিকট থেকে। আমি আমার অসহায়ত্ব তাঁর উপর ছেড়ে দিয়ে দিক নির্দেশনা চাইলাম এবং সঙ্গে সঙ্গে তাঁর আশ্চর্যকাজ দ্বারা আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিলেন।
আল্লাহর গৌরব, প্রশংসা এবং মহিমা ঘোষিত হউক… আমিন।
(ঘটনাটি ঘটার পর যখন আমরা নিরুপায় হয়ে খুঁজছিলাম তখন অপরিচিত এক মহিলা আমার স্ত্রীকে বলে আপনার মেয়েকে খুজছেন? ঐখানে আপনার মেয়ে। আমার স্ত্রি ঐ জায়গায় গিয়ে দেখল ঠিকই মেয়ে দাড়িয়ে আছে ৫/৬জন পুরুষ দ্বারা বেষ্টিত বৃত্তে।) একেই বলে মিরাকেল বা আর্শ্চয্য কাজ) বেহেশত ও দুনিয়ায় তোমার প্রশংসা হউক॥