মান্দ্রায় আমতলা ঐতিহ্যবাহী সেবক সমিতির ৭১তম সভা

শেফার্ড বাড়ৈ, গোপালগঞ্জ প্রতিনিধি॥ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী সেবক সমিতির ৭১তম সভা শুরু হয়েছে। এই সভা চলবে ৫দিন ব্যাপী। এই সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভক্তবৃন্দ। এই সভায় বিভিন্ন প্রকার রোগ মুক্তি, সমস্যা সমাধান এবং দেশ ও জনগণের শান্তি কামনায় প্রার্থনা উৎসর্গ করা হয়। প্রতিবছর বহু লোকের প্রার্থনার ফল প্রাপ্তির চিহ্ন স্বরূপ মানত দানসহ বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী সতস্ফুর্তভাবে প্রদান করে থাকেন।
বিভিন্ন ধর্মের লোকদের সার্বিক সহযোগীতা ও পরামর্শক্রমে কোটালী পাড়া উপজেলাধীন কুশলা ইউনিয়নের মান্দ্রাগ্রামে এই মহৎ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। সভায় অংশগ্রহনকারীদের সাক্ষাৎকারের মাধ্যমে জানা যায় প্রত্যেক দিন এই সভায় আগত অর্থ, পশু –পাখিসহ বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী মানত হিসেবে ভক্তবৃন্দ প্রদান করেন। বিশেষ করে যারা প্রার্থনার ফল পেয়ে থাকেন তাদের সাক্ষ্য হাজার হাজার বক্তবৃন্দের সম্মুখে প্রকাশ করেন এবং প্রতিশ্রুত মানত প্রদান করেন। প্রতিবছর এই সময়ে অংশগ্রহনের জন্য বিশ্বাসীগণ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।

Leave a Reply

Your email address will not be published.