ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপের উদ্যোগে ওডিপির সহযোগীতায় উপজেলার চাপয়িা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওডিপির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বাচ্চু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন; জেনেটিক কম্পিউটার একাডেমী স্কাউট গ্রুপের সভাপতি মো. অলিউল্লাহ সরকার অতুল, সাংবাদিক কার্ত্তিক কর্মকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোভার মো. হাসান মিয়া, সিনিয়র উপদল নেতা মো. ফয়সাল আহমেদ প্রমুখ।