ট্রাফিক আইন অনুসরণে নগরবাসীর প্রতি ডিএমপি’র নির্দেশনা

নয়ন॥ ঢাকা মেট্রোপলিটন এলাকার সম্মানিত নগরবাসীকে অবহিত করা যাচ্ছে যে, সম্প্রতি মহানগরীর বিভিন্ন রাস্তায় চলাচলরত কিছু কিছু যানবাহনে বিধিবহির্ভূতভাবে অননুমোদিত হাইড্রোলিক হর্ন, হুটার/বিকন লাইট, গাড়ীতে বিভিন্ন ধরণের স্টিকার, কালো গ্লাস এবং অনটেস্ট মোটর সাইকেল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে চালক ও আরোহী হেলমেট ব্যবহার করছেন না এবং ক্ষেত্র বিশেষে মোটর সাইকেলে দুই এর অধিক আরোহী চলাচল করছেন। উপর্যুক্ত আইন বর্হিভূত কার্যক্রম বন্ধের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন অনুসরণপূর্বক যানবাহন চালানো এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি’র সম্মানিত কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এ নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published.