ভজন শংকর আচার্য্য, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যেগে বর্ষিয়ান রাজনীতিক, দক্ষ পালামেন্টারিয়ান, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি”র স্বরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ কুমার রায় এর সভাপতিত্বে স্বরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো: আফজাল হোসেন রিমন। সাংবাদিক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন: উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পীযুষ কান্তি রায়, সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা, পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম হারুনুর রশিদ ঢালী ও মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি নারায়ন চন্দ্র দাস। পরে তাঁর আতœার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
তাছাড়া উপজেলার চন্ডিদ্বার শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবা মন্দির প্রাঙ্গনে গ্রামবাসীর উদ্যেগে গন মানুষের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বরন সভা অনুষ্ঠিত হয়। ডা: অসিত বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক নেতা সাংবাদিক দীলিপ ভদ্র।
অপরদিকে কসবা প্রেসক্লাবের উদ্যোগে গত রবিবার বিকেলে সংগঠনের কার্যালয়ে গনমানুষের নেতা ও বিশিষ্ট পালামেন্টারিয়ান এডভোকেট সুরঞ্জিত সেন গুপ্তের স্বরন সভা ও দৈনিক সমকালের সাংবাদিক শিমূল নিহতের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কসবা প্রেসক্লাব আহবায়ক মুন্সী রুহুল আমিন টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন; সংগঠনের সদস্য মো: সোলেমান খান, নেপাল চন্দ্র সাহা, মো: সোহরাব হোসেন, অধ্যাপক মোহাম্মদ আব্দুর রকিব স্বপন, মো: আব্দুল হান্নান, মো: আবুল খায়ের স্বপন, নাজমুল হক সজল, লোকমান হোসেন পলা, শেখ মো: কামাল উদ্দিন, মো: অলিউল্লাহ সরকার অতুল, মো: রুবেল আহমেদ ও ভজন শংকর আচার্য্য। পরে তাঁদের আতœার শান্তি কামনায় দোয়া পাঠ করা হয়।