ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ঃ আজ শনিবার (১৮ ফেব্রুয়ারী) কসবায় অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানের সকল প্রস্তুতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়।এদিকে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক পূন্যব্রত চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশে অনিবার্য কারণ বশতঃ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কসবা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম বন্ধ থাকবে।