কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে কসবায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত ও ৩জন আহত হয়েছে। এ ব্যাপারে কসবা থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা নামক স্থানে রাস্তার মাথায় ব্যাটারী চালিত রিক্সার সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামের মো.ফারুক মিয়ার পুত্র মো.রিফাত (২৬) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। মোটর সাইকেলে থাকা অপর দুই আরোহী একই গ্রামের মো.কাইয়ুম মিয়ার পুত্র মো.বাবুল মিয়া (২৮) ও মো.জহির মিয়ার পুত্র মো.ওয়াসিম (২৬) গুরুতর আহত হয়। আহত মো.বাবুল মিয়া বর্ডার গার্ড ২৫ ব্যাটালিয়ন, হরিনা, রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাচক হিসেবে কর্মরত। এদিকে ওই দিন বিকেলে কসবা রেল স্টেশনে চট্রগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের দুই বগির মধ্যে সংযোগস্থলে বসা থেকে পড়ে গিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সতিশের পুত্র বিজয় (১৭) গুরুতর আহত হয়। পুলিশ সহ স্থানীয় লোকজনের সহায়তায় আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে কসবা হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।