“আগামী নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য প্রস্তুত থাকতে হবে”

টিআইএন॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্ধী বিএনপি আসবে এবং শক্ত প্রতিদ্বন্ধিতার মুখোমুখি হতে হবে এই বিষয়টি মাথায় রেখে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যেতে হবে, আর জনগণের সঙ্গে সম্পৃক্ততা আরো বাড়াতে হবে।
তিনি বলেন কেউ নির্বাচনী এলাকায় বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না, কে কি করছেন, কার কি অবস্থা তার সব রিপোর্টই আমার কাছে আছে, জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন হলে পার পাবেন না। তাই জনগণের কাছে যান, ভালো কাজের  মাধ্যমে তাদের মন জয় করার চেষ্টা করেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, সরকারের উন্নয়ন-সফলতাগুলো জনগণের সামনে ভালোভাবে তুলে ধরতে হবে। তৃণমূলের মাধ্যমে এমনকি গ্রহনযোগ্য সম্মানীত ব্যক্তিদের মাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে পাশাপাশি সন্ত্রাসী দলগুলোর কুফল ও কুকর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্দি করতে হবে।
জাতীয় সংসদের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে আয়োজিত এক বৈঠকে শেখ হাসিনা দলীয় এমপিদের এমন নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published.