কসবায় ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় ভূয়া ডিবি পুলিশ নামধারী দুইজন গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলো; মিয়া মো.মিঠু (৩৫) ও মো.শরীফুজ্জামান (৩২)। কসবা থানা পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করেছেন।
জানা যায়, উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের হাজী নুরু মিয়ার পুত্র হেলাল (৩২) মধ্যপ্রাচ্য যাওয়ার সবকিছু  ঠিকঠাক হলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হায়দার মহিউদ্দিন (২৮) তাকে জেলা ডিবি কার্যালয়ে তার মামলা আছে বলে ৩ লাখ টাকা দাবী করে। মামলা থাকাবস্থায় বিদেশে যাওয়ার পথে এয়ারপোর্টে সে আটক হয়ে যাবে বলে হুমকী দেয়। এমতাবস্থায় গত ২১ ফেব্রুয়ারি ডিবি পুলিশ পরিচয় দানকারী হেলালের বাড়ি গিয়ে টাকা দাবী করে। হেলাল তাদের ২ হাজার টাকা দিয়ে বাকী টাকা পরে দিবে বলে জানায়। গতকাল ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় পুনরায় কথিত ডিবি পুলিশের দলটি কুটি চৌমুহনী পেট্রোল পাম্পের নিকট টাকার জন্য হেলালকে ডেকে নিয়ে আসে। এদের কথাবার্তা  আচরনে সন্দেহ হলে হেলাল তাদের চ্যালেঞ্জ করে। এতে প্রতারক দলের সদস্যরা দৌড়ে পালাবার চেষ্টা করে। এসময় দুজনকে স্থানীয় জনগন আটক করে পুলিশে সোপর্দ করে। অন্যান্যরা পালিয়ে যায়। অপর বিবাদীরা হলো; মো.হায়দার মহিউদ্দিন (২৮),মো.কাসেম(৩৫)। এ ব্যাপারে কসবা থানায় মামলা নং- ২৩।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান;অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.