টাকায় বিক্রি হচ্ছে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট… ব্যারিষ্টার তুরিন আফরোজ

শেফার্ড বাড়–ই॥  টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয় বলে মন্তব্য করেছেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। তিনি বলেন, টাকায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিক্রি হয়। নতুন প্রজন্মকেও (এর বিরুদ্ধে) যুদ্ধ করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গত শুক্রবার সকালে বরিশালের অশ্বিনী কুমার হলে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কর্মী সম্মিলনীতে প্রধান বক্তার আলোচনায় তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, প্রতিটি জেলায় রাজাকার রয়েছে। তাদের নামের তালিকা টানিয়ে দেয়া হোক। আর এ কার্যক্রম বরিশাল থেকেই শুরু হোক।  তিনি বলেন, ইসলাম শিখিয়েছে ধর্মনিরপেক্ষতা। কিন্তু হেফাজতের শফি হুজুরের মত ‘মোল্লারা’ উল্টা ব্যাখ্যা দিচ্ছেন। এ বিষয়েও যুব সমাজকে সোচ্চার হতে হবে। সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, কাজল ঘোষ, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.