আমি দোষী আনসার ও ছাত্র নামধারী হামলাকারী উভয়েরই বিচার চাই… ফারুক

নুরুদ্দিন॥ সাংবাদিকতার দোষ ধরতে গিয়ে আমরা কার পক্ষ নিচ্ছি? বসুন্ধরা আবাসিক এলাকায় যেসব ন্যক্কারজনক ঘটনা সাথে ভাংচুর হয়েছে সেসব কী ভালো লক্ষন? যারা ফেইসবুক লাইভ করে হামলায় অংশ নিতে বলেছে তারা কী ছাত্র? রাতে সংঘটিত একটি ঘটনার জন্য যেখানে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠির উচ্চ পদস্থ কর্মকর্তারা ক্ষমা চায় এবং প্রশাসনও বিচারের আশ্বাস দেয়, তারপরেও একটি শিল্প প্রতিষ্ঠানের অফিস, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাংচুর করতে হবে? আবার দেখি বিভিন্ন ধরনের কিউট বিপ্লবীরা ভাংচুরকারীদের পক্ষ নিচ্ছেন!! যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-ছাত্র জঙ্গী হিসাবে চিহ্নিত, তারা যদি গতকালের এই হামলাকে কেন্দ্র করে অন্য কিছু করতো!! সকলের ভেবে চিন্তে পক্ষ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published.