২ মার্চ ঐতিহাসিক পতাকা দিবস

লাকী॥ ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাবেশে কলা ভবনের সামনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের মানচিত্র খচিত সেই পতাকা সর্বপ্রথম উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসু’র ভিপি আ স ম আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাএলীগ এর সভাপতি নুরে আলম সিদ্দিকী । উপস্থিত ছিলেন ছাএলীগ এর সাধারন সম্পাদক শাজাহান সিরাজ এবং ডাকসু’র সাধারন সম্পাদক আবদুল কুদ্দুস মাখন।  এই দিনে  বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা  আব্দুল কুদ্দুস মাখনকে মনে পরে। তিনিই এই ঐতিহাসিক প্রথম পতাকা উত্তলনের সহিত  যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর সহচর মাখন আজ বেচে নেই কিন্তু রয়েছে তার কৃর্তিভরা স্মৃতি। তাঁরমত লক্ষ হাজার বীরদেরকে জানাই হৃদয়ের ভালবাসা এবং শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published.